২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস চালু

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
পুরাতন শিক্ষার্থীদের জন্য থাকবে পূর্ণাঙ্গ সিলেবাস
তবে, যেসব শিক্ষার্থী পূর্ববর্তী বছরগুলোতে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে বা ফল উন্নয়নের লক্ষ্যে পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের ক্ষেত্রে ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা হবে।
দুই ধরনের সিলেবাস কার্যকর
নিয়মিত পরীক্ষার্থী (২০২৬): এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী: ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি
শিক্ষার্থীদের প্রস্তুতি ও পাঠ্য পরিকল্পনার স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত সিলেবাস ও নির্দেশনা প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে।
১২৯ বার পড়া হয়েছে