পরিবেশবান্ধব পোশাক কারখানায় বিশ্বে শীর্ষস্থানে বাংলাদেশ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশের সবুজ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩টি, যা বৈশ্বিক পোশাক শিল্পে একটি বড় মাইলফলক।
এর মধ্যে বিশ্বসেরা ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের।
এই স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC), যারা লিড (LEED - Leadership in Energy and Environmental Design) নামক সনদ দিয়ে থাকে পরিবেশবান্ধব নির্মাণ কাঠামোর জন্য।
নতুন স্বীকৃতিপ্রাপ্ত দুটি কারখানা
এ জি ড্রেসেস লিমিটেড, টঙ্গী শিল্প এলাকা
ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুর, বোর্ডবাজার
এই দুই প্রতিষ্ঠানই লিড প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে এ জি ড্রেসেস লিমিটেড পেয়েছে ১০৬ পয়েন্ট, আর ফিন বাংলা অ্যাপারেলস পেয়েছে ১০৪ পয়েন্ট—যা বৈশ্বিক মানদণ্ডে অত্যন্ত উচ্চ স্কোর।
বাংলাদেশের মোট লিড সনদপ্রাপ্ত কারখানার পরিসংখ্যান:
লিড প্লাটিনাম: ১১১টি
লিড গোল্ড: ১৩৩টি
লিড সিলভার: ১৫টি
লিড সার্টিফায়েড: ৪টি
মোট: ২৬৩টি
বিজিএমইএ-এর প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানিয়েছে, এই সাফল্য দেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের টেকসই ভাবনার প্রমাণ।
তাদের মতে, সবুজ ভবন নির্মাণ এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ শুধু পরিবেশ রক্ষাই করছে না, বরং আন্তর্জাতিক বাজারে নিজেদের দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক উৎপাদন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করছে।
বিজিএমইএ আরও বলেছে, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বৈশ্বিক সোর্সিং বাজারে নেতৃত্ব ধরে রাখবে এবং দেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত হবে।
লিড সনদ কী?
LEED (Leadership in Energy and Environmental Design) হচ্ছে ইউএসজিবিসি প্রদত্ত একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরিবেশবান্ধব ভবন ও কারখানার জন্য দেওয়া হয়।
সনদ পেতে হলে ৯টি নির্দিষ্ট ক্যাটাগরিতে সর্বোচ্চ ১১০ পয়েন্টের মধ্যে:
৮০ বা তদূর্ধ্ব পেলে: লিড প্লাটিনাম
৬০–৭৯: লিড গোল্ড
৫০–৫৯: লিড সিলভার
৪০–৪৯: লিড সার্টিফায়েড
১৩১ বার পড়া হয়েছে