দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম: ব্যারিস্টার তারিক বিন আজিজ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সংবাদপত্রের গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের জন্য অত্যন্ত লাভজনক এবং এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। দেশের যে কোন প্রয়োজনে সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রয়োজন রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার তারিক বিন আজিজ আরও বলেন, দলীয় সংগঠনের ভিত্তি শক্তিশালী করে, গণতন্ত্রকে সুসংহত করে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্য অপরিহার্য। সকল ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, বহু জীবন উৎসর্গ ও রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারী সরকারকে পতন করতে পেরেছি। তবে পতিত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় তাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেশি। আল্লাহ যেন আমাদের সহায় হন এবং জনরায়ে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে সমৃদ্ধ ও সুখী দেশ গঠনে এগিয়ে যাব, ইনশাল্লাহ।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি একজন দলের কর্মী। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ীই হবে। তিনি বলেন, দল যে নির্দেশনা বা দায়িত্ব দেবেন, তা তিনি আন্তরিকতার সাথে পালন করতে প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিব, লন্ডনপ্রবাসী জাহিদুল ইসলাম, জাহিদ ফাউন্ডেশনের জাহিদুল ইসলাম, কিডস্ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও সাবেক ছাত্রদল নেতা মো. মওদুদ আহম্মেদ রাজীব, সাইবার ফোর্সের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, বাংলাভুমি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।
১৪৭ বার পড়া হয়েছে