সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে পোশাক কারখানা হঠাৎ লে-অফ, সড়কে বিক্ষোভ শ্রমিকদের

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে মম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কারখানার সামনে জড়ো হয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর শিল্পপুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জয়পুরা এলাকায় কারখানার গেটে তালা ও লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পান শ্রমিকরা। এতে বলা হয়, বন্ড লাইসেন্সের জটিলতায় আমদানি কার্যক্রম বন্ধ এবং কোনো ক্রয়াদেশ না থাকায় ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন এবং ছয় দফা দাবি জানান, যার মধ্যে রয়েছে—
১. আগস্ট মাসের পুরো বেতন পরিশোধ
২. ১২০ দিনের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ
৩. বাৎসরিক ছুটির অর্থ প্রদান
৪. চাকরির মেয়াদ অনুযায়ী সার্ভিস সুবিধা
৫. ঈদ বোনাস ও ক্ষতিপূরণ
৬. সব পাওনা একত্রে পরিশোধ


এক নারী শ্রমিক বলেন, “গতকালও আমরা ডিউটি করেছি। কিন্তু আজ এসে দেখি তালা মারা, কেউ নেই। আমাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এইভাবে বন্ধ করা হয়েছে, এটা অন্যায়।”

আরেক শ্রমিক জানান, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি। আইন অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পেতে চাই। মালিকপক্ষ না আসায় আমরা রাস্তা অবরোধ করেছি।”

বিক্ষোভের খবর পেয়ে শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনির হোসেন জানান, “কারখানায় কাজ নেই, বন্ড লাইসেন্স জটিলতার কারণে আমদানি ও অর্ডার বন্ধ। তাই ১ মাস ১৫ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা আলোচনা করছি।”

এদিকে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বিজিএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আমাদের কার্যালয়ে আলোচনা চলছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করছি।”

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন