সর্বশেষ

সারাদেশ

হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, হস্তান্তরের পর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতেই ওই পাঁচজনকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ফেরতপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

তাঁরা জানান, জীবিকার তাগিদে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। কিন্তু সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ২৪ আগস্ট রাতে হাকিমপুর এলাকায় বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তাঁরা।

বিজিবির সূত্র মতে, ওইদিন রাত ১১টার দিকে হাকিমপুর চেকপোস্টে প্রবেশের সময় বিএসএফ তাঁদের আটক করে। পরদিন, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আটক পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন