সর্বশেষ

সারাদেশ

মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যা, দুইজন গ্রেপ্তার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাইমা খাতুন (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই আসানুল খাঁ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে, ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর এলাকার একটি মাঠে। সেখানকার ধঞ্চে ঘাসের জমি থেকে জাইমার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল এবং শরীরে নির্যাতনের চিহ্ন ছিল, বিশেষ করে পায়ে আঘাতের দাগ পাওয়া গেছে।

নিহত জাইমা খাতুন ওই গ্রামের মৃত আফাজ খাঁর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরশাদিপুর গ্রামের মৃত আইজউদ্দিনের ছেলে সেন্টু আলী (৫৫) এবং আনারুল ইসলাম (৪৬)। তাঁরা উভয়েই ওই মাঠের ধঞ্চে জমির মালিক বলে জানা গেছে।

পরিবারের দাবি, জাইমা প্রতিদিন মাঠে গিয়ে ছাগলের খাবারের জন্য ধঞ্চের পাতা সংগ্রহ করতেন। এতে জমির মালিকরা ক্ষিপ্ত ছিলেন এবং তাঁকে একাধিকবার নিষেধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সোমবার রাতেই নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আটক তিনজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন