৫ বাংলাদেশিকে কুমিল্লার সীমান্ত দিয়ে হস্তান্তর করল বিএসএফ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার গীতাবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-১০ বিজিবির আওতাধীন গীতাবাড়ী সীমান্তের ২১২৫ নম্বর পিলারের কাছে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং পরবর্তীতে উভয় দেশের সীমান্ত বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
ফেরত আসা পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন—
মো. রাফি (২৫), পিতা আবু জাফর, গ্রাম রঘুনাথপুর, পত্নীতলা, নওগাঁ।
মো. আবুল বাশার (৫৫), পিতা মৃত হেদায়েত উল্লাহ, গ্রাম কাদরা, শাহরাস্তি, চাঁদপুর।
এমদাদ হোসেন (২৭), পিতা দেলোয়ার হোসেন দিলু, গ্রাম নিজ কালিকাপুর, পরশুরাম, ফেনী।
সাইদুজ্জামান ভূঁঞা (২৯), পিতা খায়েজ আহাম্মদ ভূঁঞা, গ্রাম গুথুমা, পরশুরাম, ফেনী।
মো. গিয়াস উদ্দিন (৪০), পিতা মৃত ফয়েজ আহাম্মদ, গ্রাম দূর্গাপুর সিংহনগর, ছাগলনাইয়া, ফেনী।
বিজিবি জানায়, হস্তান্তরের সময় স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ফেরতপ্রাপ্তদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাই করা হয়। পরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়, যেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৩১ বার পড়া হয়েছে