গাজায় একদিনেই ৮৬ মৃত্যু, মোট নিহতের সংখ্যা ৬২ হাজার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানে প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ একদিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৯২ জন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন গোলাবর্ষণে, বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের হামলায়।
বিবৃতিতে আরও জানানো হয়, সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নিহত ৮৬ জনের মরদেহ এবং ৪৯২ জন আহতকে নেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের এই সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট ৬২ হাজার ৭৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন।
উল্লেখ্য, গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ শুরু করে ইসরাইল। এর পর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ১০ হাজার ৯০০ জন এবং আহত হয়েছেন ৪৬ হাজার ২১৮ জন।
এছাড়া, গত মে মাসের শেষদিক থেকে খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১২৩ জন, আহত হয়েছেন ১৫ হাজার ৬১৫ জনের বেশি।
১২২ বার পড়া হয়েছে