সর্বশেষ

খেলা

১৬ বছরের কিশোরের জয়সূচক গোলে নাটকীয় জয় লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউক্যাসলের মাঠে ১০ জন নিয়ে খেলেও নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল লিভারপুল। ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ১৬ বছর বয়সী কিশোর রিও এনগুমোয়ার গোলে ৩–২ ব্যবধানে জয় তুলে নেয় ‘অল রেড’রা।

এই গোলের মাধ্যমে এনগুমোয়া ইতিহাস গড়েছেন লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে।

ম্যাচের প্রথমার্ধে স্বাগতিক নিউক্যাসল ছিল দারুণ আক্রমণাত্মক। একের পর এক আক্রমণে লিভারপুলকে চাপে ফেললেও, ৩৫ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের দূরপাল্লার শটে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। একই মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন, যা ম্যাচের গতি অনেকটাই বদলে দেয়।

দ্বিতীয়ার্ধে হুগো একিতিকে গোল করে ব্যবধান ২–০ করেন, এটি ছিল তাঁর টানা তৃতীয় গোল। তবে হাল ছাড়েনি নিউক্যাসল। ব্রুনো গিমারেস (৫৭ মিনিট) ও উইলিয়াম ওসুলার (৮৮ মিনিট) গোলে ম্যাচে সমতা ফেরায় তারা।

সব যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই যোগ করা সময়ের ১০ মিনিটে নাটকীয়ভাবে আবির্ভাব ঘটে কিশোর রিও এনগুমোয়ার। বদলি খেলোয়াড় হিসেবে নামা এই ইংলিশ ফরোয়ার্ড হেডে বল জালে জড়িয়ে দেন ম্যাচের ভাগ্যবদল করা মুহূর্তে। বয়স মাত্র ১৬ বছর ৩৬১ দিন—এই বয়সে প্রিমিয়ার লিগে জয়সূচক গোল করার দৃষ্টান্ত আছে কেবল ওয়েইন রুনির (২০০২)।

ম্যাচ শেষে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেন, ‘এটা রিওর জন্য স্বপ্নের মতো এক অভিষেক। ওর টেকনিক ছিল দুর্দান্ত। আমরা শান্ত থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম এবং সেটা কাজে লাগিয়েছি।’

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে জায়গা শক্ত করল লিভারপুল। আর্সেনাল ও টটেনহামের সঙ্গে তারা এখন তিন দলের মধ্যে যারা প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে।

নিউক্যাসলের বিপক্ষে লিভারপুলের এটি টানা ১৭তম অপরাজিত ম্যাচ। ২০১৫ সালের পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে জয়হীনই রইল নিউক্যাসল।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন