সর্বশেষ

আইন-আদালত

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারকের শপথ আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারক আজ শপথ গ্রহণ করবেন।

দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের অধীনে প্রধান বিচারপতির পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ প্রদান করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকেই কার্যকর হবে এবং সর্বোচ্চ দুই বছর মেয়াদি হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা।

নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারকদের নাম:

মো. আনোয়ারুল ইসলাম শাহীন (আইনজীবী)
মো. সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব, সিনিয়র জেলা জজ)
নুরুল ইসলাম (জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম)
শেখ আবু তাহের (সচিব, আইন ও বিচার বিভাগ)
আজিজ আহমেদ ভুঞা (রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট)
রাজিউদ্দিন আহমেদ (আইনজীবী)
ফয়সল হাসান আরিফ (আইনজীবী)
এস. এম. সাইফুল ইসলাম (যুগ্ম সচিব, সিনিয়র জেলা জজ)
মো. আসিফ হাসান (আইনজীবী)
মো. জিয়াউল হক (আইনজীবী)
দিহিদার মাসুম কবীর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
জেসমিন আরা বেগম (জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ)
মুরাদ-এ-মাওলা সোহেল (সচিব, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন)
মো. জাকির হোসেন (মহানগর দায়রা জজ, ঢাকা)
মো. রাফিজুল ইসলাম (সলিসিটর)
মো. মনজুর আলম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
মো. লুৎফর রহমান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
মো. রেজাউল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
ফাতেমা আনোয়ার (আইনজীবী)
মাহমুদ হাসান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
আবদুর রহমান (আইনজীবী)
সৈয়দ হাসান যুবাইর (আইনজীবী)
এ. এফ. এম. সাইফুল করিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)
উর্মি রহমান (আইনজীবী)
এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)

 

এই নিয়োগের মাধ্যমে বিচার বিভাগে পেশাগত বৈচিত্র্য ও অভিজ্ঞতা সমৃদ্ধ আরও একটি অধ্যায় সূচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
 

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন