আইন-আদালত
বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার মোট ২৩০ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
বিচার প্রশাসনে মোট ২৩০ বিচারকের একযোগে বদলি

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার মোট ২৩০ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ ৪১ জন, অতিরিক্ত জেলা জজ ৫৩ জন, যুগ্ম জেলা জজ ৪০ জন এবং সিনিয়র সহকারী ও সহকারী জজ ৯৬ জন।
বদলি করা বিচারকদের আগামী ২৮ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর