হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারক নিয়োগ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন। শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য এই বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচার বিভাগ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা।
নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন:
সুপ্রিম কোর্টের আইনজীবী—
১. মো. আনোয়ারুল ইসলাম (শাহীন)
২. ফয়সল হাসান আরিফ
৩. রাজিউদ্দিন আহমেদ
৪. মো. আসিফ হাসান
৫. মো. জিয়াউল হক
৬. ফাতেমা আনোয়ার
৭. আবদুর রহমান
৮. সৈয়দ হাসান যুবাইর
৯. ঊর্মি রহমান
বিচার বিভাগ থেকে—
১০. শেখ আবু তাহের, সচিব, আইন ও বিচার বিভাগ (সিনিয়র জেলা ও দায়রা জজ)
১১. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ)
১২. এস. এম. সাইফুল ইসলাম, যুগ্মসচিব (সিনিয়র জেলা জজ)
১৩. মো. রাফিজুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ)
১৪. মো. জাকির হোসেন, মহানগর দায়রা জজ
১৫. মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ
১৬. জেসমিন আরা বেগম, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ
১৭. আজিজ আহমদ ভূঞা, রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট (সিনিয়র জেলা জজ)
১৮. মুরাদ-এ-মাওলা সোহেল, সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (সিনিয়র জেলা জজ)
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত—
১৯. মিহিদার মাসুম কবীর
২০. মো. মনজুর আলম
২১. মো. লুৎফর রহমান
২২. রেজাউল করিম
২৩. মাহমুদ হাসান
২৪. এ. এফ. এম সাইফুল করিম
২৫. এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ
এই নিয়োগের ফলে হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে