দুর্নীতিবাজ প্রার্থীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান দুদক চেয়ারম্যানের

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালো টাকার প্রভাব মোকাবেলায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
তিনি বলেছেন, "দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না—এই স্লোগানে সবাইকে সোচ্চার হতে হবে।"
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনে অর্থের অপব্যবহার আমাদের একটি পুরোনো সমস্যা। ভোটার প্রভাবিত করতে টাকার লেনদেনের প্রবণতা দেখা যায়। এতে দুর্নীতির সম্ভাবনা বাড়ে।’
দুদক চেয়ারম্যান জানান, ‘এ ধরনের অনিয়ম প্রতিরোধে ব্যাংক, নির্বাচন কমিশন ও দুদকের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। সাপ্লাই সাইড বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি।’
তিনি আরও বলেন, ‘প্রার্থীরা যখন হলফনামা জমা দেন, তখন সেটি যাচাইয়ের জন্য আমাদের হাতে সময় থাকে না। সাংবাদিক ও সাধারণ নাগরিকদের কাছে যদি কোনো তথ্য থাকে—কারও সম্পদ গোপনের প্রমাণ—তা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে।’
ভবিষ্যৎ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘সরকার জানিয়েছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমরা চাই, এটি একটি ভালো নির্বাচন হোক।’
১৩১ বার পড়া হয়েছে