সর্বশেষ

জাতীয়

বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তার মতে, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনবে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর হবে।

রোববার (২৪ আগস্ট) রাতে ঢাকা ছাড়ার আগে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন তিনি।

তিনি জানান, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক আদান-প্রদান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে সার্কের ভবিষ্যৎ ও পুনরুজ্জীবন নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

ইসহাক দার বলেন, “আমি বিশ্বাস করি এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত হবে।”

উল্লেখ্য, ৩৬ ঘণ্টার এ সফর শেষে রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন