সর্বশেষ

জাতীয়

বিমান টিকিট নিয়ে নৈরাজ্যে হাজার কোটি টাকার দুর্নীতি: উপদেষ্টা বশির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বিমান টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এই দুর্নীতির অবসানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিমান টিকিট নিয়ে দুর্বৃত্তায়ন দীর্ঘদিনের। এটা একদিনে হয়নি। কিছু তথাকথিত 'সাধু' লোক এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। আমরা কেবল জরিমানা করে থামাতে চাই না, গোড়া থেকে সমস্যা সমাধানের চেষ্টা করছি।"

তিনি জানান, টিকিটের গায়ে নির্ধারিত মূল্য, তারিখ এবং যাত্রীর নাম স্পষ্টভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক করা হবে। ট্রাভেল এজেন্ট ও জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেখ বশিরউদ্দীন বলেন, "বর্তমানে দেশে প্রায় পাঁচ হাজার বৈধ ট্রাভেল এজেন্ট থাকলেও, অনিবন্ধিত ট্রাভেল এজেন্টের সংখ্যা ২০ হাজারেরও বেশি। কেউ পান দোকান দিয়েও ট্রাভেল এজেন্টের কাজ করছে। আবার জনশক্তি রপ্তানিকারকরা নিজেরাই টিকিট বিক্রিতে জড়িত। এসবের মধ্যে শৃঙ্খলা আনতে আমরা কাজ করছি।"

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান প্রয়োগ করা হতে পারে। তাছাড়া, প্রয়োজন হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যবস্থাপনায় ওপেন টেন্ডারের মাধ্যমে বিদেশি কোম্পানি নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানান উপদেষ্টা।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন