সর্বশেষ

রাজনীতি

জামায়াতকে কালো শক্তি বলিনি, ভিডিও ছেঁকে দেখুন: ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, তিনি কখনোই জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে ‘কালো শক্তি’ বা ‘৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে’— এমন মন্তব্য করেননি।

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি কোথায় এই কথা বলেছি তা প্রমাণ দিন। ইউটিউবে দুই লাইন শুনিয়ে অভিযোগ করলে হবে না। পুরো বক্তব্য শুনুন। এমন কিছু বললে আমি অবশ্যই ক্ষমা চাইব। তবে আমার বিশ্বাস, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, ৫ আগস্টের ঘটনার সঙ্গে তাকে জড়ানোর যে প্রচেষ্টা চলছে, তা পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণার অংশ হতে পারে।

ফজলুর রহমান অভিযোগ করে বলেন, ফ্রান্স থেকে জামায়াত সংশ্লিষ্ট দুজন ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছেন।

“আমি একজন মুক্তিযোদ্ধা। ’৭১ সালে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছি। জামায়াত ’৭১-এর ভূমিকা নিয়ে কথা বলবে—এটা মেনে নেওয়া যায় না। কোনো আপসও করব না,” — বলেন তিনি।
নিজ বাসার সামনে অবস্থান নেওয়া কিছু তরুণের বিষয়ে তিনি জানান,

“সকালে উঠে শুনি, সাত-আটজন ছাত্র-ছাত্রী স্লোগান দিচ্ছে। তারা আমাকে নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে, এমনকি আমাকে হত্যা করার হুমকিও দিচ্ছে। অথচ সংবিধানে আমার বাঁচার অধিকার আছে।”
তিনি বলেন,

“আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে আমার বিরুদ্ধে মামলা হোক, আমাকে গ্রেফতার করা হোক। কিন্তু আমাকে খুন করার আহ্বান কেন জানানো হচ্ছে?”
বিএনপির পক্ষ থেকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে ফজলুর রহমান জানান, রোববার রাত ৯টার দিকে তার বাসায় একজন বার্তাবাহক নোটিশ পৌঁছে দিয়েছেন। তিনি এর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট মাসের গণ-আন্দোলন নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন