দৌলতপুরে মানসিক অসুস্থ নারীর মরদেহ উদ্ধার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে এক মানসিকভাবে অসুস্থ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত জাইমা খাতুন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানান এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা মরদেহ দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।”
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং নানা গুঞ্জন দেখা দিয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে