সর্বশেষ

সারাদেশ

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক ডুমুরিয়া বাজার থেকে খুলনার গল্লামারীর দিকে যাচ্ছিল। পথে জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের চালক মুজাহিদুল মোল্লা (২৫) এবং যাত্রী রিনা খাতুন (৪৭)। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন—রুস্তম আলী খান (৬৪) এবং একজন অজ্ঞাতপরিচয় (৪০) ব্যক্তি। আহত অপর একজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

এদিকে সংঘর্ষের পরপরই পিকআপ ভ্যানের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং পরে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আছি এবং তদন্ত চলছে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন