সর্বশেষ

খেলা

প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপের বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো ফিফা ই-বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টটি চলতি বছরের ডিসেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করছে।

বাফুফের ঘোষণা অনুযায়ী, অক্টোবর মাসে অনুষ্ঠেয় ফিফা ই-বিশ্বকাপের পূর্ববর্তী বাছাইপর্বের জন্য তিনটি ভিন্ন বিভাগ—ই-ফুটবল কনসোল, মোবাইল এবং রকেট লীগে খেলোয়াড় বাছাই করা হবে। তিন ধাপে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর।

বাছাইপর্বে নির্বাচিত খেলোয়াড়রা অংশ নেবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ার্সে। এখান থেকে কনসোল বিভাগে ৩টি দল এবং মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় সরাসরি রিয়াদে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

রোববার (২৪ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি—ই-স্পোর্টসের মাধ্যমে। আমরা শুধুমাত্র ফুটবল ঘিরেই ই-স্পোর্টসে কাজ করবো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই মাধ্যমে অগ্রসর হবে বলে আমরা আশাবাদী।"

তিনি আরও বলেন, "একসময় ই-স্পোর্টসকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিক ক্ষেত্র। আমাদের দেশের গেমারদের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা আশাবাদী যে, তারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।"

উল্লেখযোগ্যভাবে, গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ‘ই-স্পোর্টস’কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিং এবার দেশের ক্রীড়া কাঠামোর একটি বৈধ অংশ হিসেবে যুক্ত হলো।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন