নড়াইলে পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা আপন ভাই-বোন—আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫)। তারা ওই গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) বিকেলে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি ঘেরে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আমেনা ও নাফিস ঘেরপাড়ে খেলছিল। কিছুক্ষণ পর বাবা ইকরামুল মোল্যা বাজারে যাওয়ার আগে তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। তবে তারা বাড়িতে না ফিরে ঘেরের পানিতে গোসল করতে নামে।
মা রোকাইয়া বেগম বিষয়টি বুঝতে পারেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানদের দেখতে না পেয়ে তিনি খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে