ঝিনাইদহে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব ইখলাচ উদ্দিন এবং ছাত্রবিষয়ক সম্পাদক তারেক আল মামুন।
অনুষ্ঠান শেষে হরিণাকুন্ডুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও সাফল্যের পথে অনুপ্রাণিত করবে।
১৬৪ বার পড়া হয়েছে