গাজায় একদিনে ৫১ জন নিহত, দুর্ভিক্ষে আরও ৮ জনের মৃত্যু

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি।
একই দিনে অনাহার ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট গাজা শহরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে জেতুন ও সাবরা মহল্লায় ধ্বংস হয়েছে অন্তত এক হাজার ভবন। সংস্থাটির আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে।
সংস্থাটি আরও জানায়, গোলাবর্ষণ অব্যাহত থাকায় এবং সড়ক অবরুদ্ধ থাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক নিখোঁজ ব্যক্তির খোঁজ পেলেও তাদের সাহায্য করতে পারছেন না জরুরি কর্মীরা। অন্যদিকে, হাসপাতালে প্রচণ্ড চাপ তৈরি হওয়ায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সিভিল ডিফেন্সের ভাষ্য অনুযায়ী, গাজার কোনো এলাকাই আর নিরাপদ নয়। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বোমাবর্ষণের লক্ষ্য হচ্ছে বেসামরিক ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি ত্রাণ শিবিরও।
ইসরায়েলি বাহিনী ট্যাংকসহ ঢুকে পড়েছে গাজার সাবরা এলাকায়। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণে সরে যেতে বাধ্য হয়েছেন। অধিকারকর্মীদের অভিযোগ, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজাকে রাফাহর মতো পুরোপুরি ধ্বংস করে অঞ্চলটি ফিলিস্তিনশূন্য করতে চায়।
গাজা শহরের আল-জালাআ সড়কে এক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন, যার মধ্যে রয়েছে এক শিশু। একই দিনে ধ্বংস করা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের একাধিক ভবন।
১১৯ বার পড়া হয়েছে