সর্বশেষ

শিক্ষা

জবি প্রশাসনিক ভবনের তালা খুললেও অবস্থান কর্মসূচি অব্যাহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা আট ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটক।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের আবাসন বৃত্তি সংক্রান্ত দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) রাত ১২টার কিছু পর আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের তালা খুলে দিলেও তারা জানিয়েছে, উপাচার্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

একাধিক শিক্ষার্থী জানান, তারা প্রশাসনের কোনো সদস্যকে আটকে রাখতে চান না, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তারা ভবনে অবস্থান করছিলেন।

আন্দোলনরতদের দুই দফা দাবি হলো—

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণা
২. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করা

এদিন দুপুর ১২টা থেকে শহীদ মিনার এলাকায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর বিকেল সাড়ে ৩টায় ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন তারা। এতে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভবনের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন।

রাতে আন্দোলনকারীদের অবস্থানের জবাবে উপাচার্য জানান, “ছাত্ররা যতক্ষণ থাকবে, আমরাও ততক্ষণ থাকব।” কোষাধ্যক্ষও বলেন, “প্রয়োজনে ৫-১০ দিন অবরুদ্ধ থাকলেও থাকব।”

‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচির আওতায় উপাচার্যের কক্ষের সামনে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নানা প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন