সর্বশেষ

জাতীয়

এই বছরেই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের শেষ নাগাদ সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।

সম্প্রতি ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে দুই দেশের উর্ধ্বতন প্রতিনিধিরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। ব্যবসা-বাণিজ্য এবং জনসংযোগ বৃদ্ধি, পর্যটন ও সফর সুবিধার্থে সরাসরি ঢাকা-করাচি, ঢাকা-লাহোর রুটে যাত্রীবাহী ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের PIA ও Fly Jinnah-এর পক্ষ থেকে লাইসেন্স ও অনুমোদনের আবেদন করা হয়েছে। সার্বিক অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে অক্টোবরে প্রথম ফ্লাইট চালু হতে পারে বলে দু’দেশের কর্মকর্তারা আভাস দিয়েছেন।

 

এই সিদ্ধান্তে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, সার্বিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, এবং পর্যটন ক্ষেত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে Bangladesh-Pakistan ভ্রমণে সংযোগ ফ্লাইটে সময় ও ভোগান্তি বেড়ে যায়; সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মানুষের যোগাযোগ, ব্যবসা ও সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

উভয় দেশের সরকার জানিয়েছে, এ যোগাযোগ ব্যবস্থা শুধু বাণিজ্যে নয়, বন্ধুত্ব ও আঞ্চলিক সংহতি জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন