খালেদা জিয়ার খোঁজখবর নিতে ‘ফিরোজা’য় ইসহাক দার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এসেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তিনি ফিরোজায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ আগে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সেখানে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি জানতে এবং সৌজন্য সাক্ষাৎ করতেই তার বাসভবনে গেছেন ইসহাক দার।
উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ঢাকায় পৌঁছানোর পর ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন বলে জানা গেছে।
১৩৪ বার পড়া হয়েছে