ভারতে পালানোর চেষ্টায় ধরা পড়লেন পলাতক পুলিশ কর্মকর্তা

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের পুলিশ কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আলোচিত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২ ইউনিটে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সময় থেকেই তিনি পলাতক ছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, এর আগে আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৫ আগস্ট মুক্তাগাছায় বদলি হন এবং ১৩ অক্টোবর পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। পরদিন থেকে তিনি আর কর্মস্থলে যোগ দেননি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানায়, গত শনিবার সন্ধ্যায় আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
১১২ বার পড়া হয়েছে