সর্বশেষ

খেলা

এশিয়া কাপের আগে জার্সি স্পন্সর হারিয়ে বিপাকে ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপ শুরু হতে বাকি মাত্র ১৬ দিন। এমন গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। জাতীয় দলের প্রধান জার্সি স্পন্সর ড্রিম-১১ চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের সংসদে সদ্য পাস হওয়া ‘অনলাইন গেমিং নিয়ন্ত্রণ ও প্রমোশন বিল’-এর পরপরই এই সিদ্ধান্ত আসে, যার ফলে অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ও জুয়ার মতো কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন দ্রুত নতুন স্পন্সর খুঁজতে বাধ্য হয়েছে। যদিও ড্রিম-১১-এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এনডিটিভি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি আর চুক্তি চালিয়ে যেতে আগ্রহী নয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, দেশের আইন মেনে চলাই বোর্ডের অগ্রাধিকার। তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারের নীতিমালার বাইরে কিছু করব না।”

 

জরুরি ভিত্তিতে স্পন্সর খোঁজার তৎপরতা
বিসিসিআই শিগগিরই নতুন বিড আহ্বান করতে যাচ্ছে। তবে যদি দ্রুত নতুন স্পন্সর না পাওয়া যায়, তাহলে ভারতের জাতীয় দলকে এশিয়া কাপে স্পন্সরবিহীন জার্সিতে মাঠে নামতে হতে পারে। এরই মধ্যে ড্রিম-১১ লোগোসহ নতুন জার্সি ছাপানো হলেও তা ব্যবহারের সম্ভাবনা এখন প্রায় নেই।
আগের স্পন্সরদের অভিজ্ঞতা
ভারতীয় দলের জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর অনেককেই নানা জটিলতায় মাঝপথে সরে যেতে হয়েছে:

সাহারা (২০০১-২০১৩): সেবি তদন্তে জড়িয়ে পড়ে
স্টার ইন্ডিয়া (২০১৪-২০১৭): প্রতিযোগিতা কমিশনের মামলায় পড়ে
অপ্পো (২০১৭-২০২০): আর্থিক সংকট
বাইজুস (২০২০-২০২৩): দেনার দায়ে আদালত পর্যন্ত গড়ায়

 

ভারতের ম্যাচ সূচি
১০ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে
১৪ সেপ্টেম্বর: পাকিস্তানের মুখোমুখি, দুবাইয়ে
১৯ সেপ্টেম্বর: ওমানের বিপক্ষে
চলতি এশিয়া কাপে ভারতের নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। আর বিসিসিআই যদি দ্রুত কোনো নতুন স্পন্সর চূড়ান্ত করতে না পারে, তাহলে বহু বছর পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সরবিহীন জার্সি পরে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন