সর্বশেষ

রাজনীতি

যশোর-৬ আসনের সীমানা রক্ষার দাবিতে বিএনপির কর্মসূচি

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে কেশবপুর উপজেলা বিএনপি।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশ নেন। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

নেতারা অভিযোগ করেন, আসন পুনর্বিন্যাসের নামে একটি চক্র নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বলেন, “জাতি যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আছে, তখনই ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যশোরের দীর্ঘদিনের নির্বাচন সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের যে কোনো চেষ্টা তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।”

এ সময় বক্তারা যশোরের ছয়টি আসনের বর্তমান সীমানা অক্ষুণ্ন রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

এদিকে, যশোর-৬ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল একটি আবেদন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে সোমবার (২৫ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন