অমীমাংসিত ইস্যুতে আলোচনায় একমত বাংলাদেশ-পাকিস্তান

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং আরও কয়েকটি অমীমাংসিত বিষয়ে এখনো চূড়ান্ত কোনও সমাধান হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তবে এইসব ইস্যুতে আলোচনার প্রয়োজন রয়েছে এবং দুই দেশই আলোচনায় আগ্রহী—এ বিষয়ে একমত হয়েছে ঢাকা ও ইসলামাবাদ।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এর আগে হোটেল সোনারগাঁয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “৫৪ বছরের পুরোনো সমস্যা একদিনে সমাধান হবে—এটা নিশ্চয়ই কেউ আশা করেন না। এটি ছিল গত এক যুগ পর অনুষ্ঠিত প্রথম দ্বিপক্ষীয় বৈঠক, তাও আবার পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সফর নয়।”
তিনি আরও বলেন, “বৈঠকে উভয়পক্ষ নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেছে। তবে আমরা একমত হয়েছি যে, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সংলাপ চালিয়ে যাওয়া জরুরি।”
অন্যদিকে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “১৯৭১ সালের ঘটনাসহ তিনটি অমীমাংসিত বিষয় এরই মধ্যে দুইবার সমাধান হয়েছে।”
তিনি দাবি করেন, “প্রথমবার ১৯৭৪ সালে এই বিষয়ে চূড়ান্ত সমাধান হয়, এবং পরে ২০০০ সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি পুনরায় নিষ্পন্ন হয়।”
তবে বাংলাদেশ সরকার এই দাবির সঙ্গে একমত নয় বলেই বোঝা যাচ্ছে। কারণ, পররাষ্ট্র উপদেষ্টা পরিস্কার জানিয়ে দেন, “কোনো কিছুই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি—তবে আলোচনার দরকার রয়েছে, সেটি উভয় পক্ষই স্বীকার করেছে।”
১২২ বার পড়া হয়েছে