জাতীয়
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ রোববার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
চালু হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার

স্টাফ রিপোর্টার
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ রোববার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
সকাল ১১টায় এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
নতুন চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, এই অংশে কোনো ইউটার্ন রাখা হয়নি। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
১৪৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর