৩৬০টি টাই গলায় পরে গিনেস রেকর্ড কানাডার রাজনীতিবিদের

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এক অভিনব উদ্যোগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন কানাডার রাজনীতিবিদ মারওয়া রিজকি।
টেলিভিশনের সরাসরি সম্প্রচারে একসঙ্গে ৩৬০টি গলবন্ধনী (টাই) গলায় পরে তিনি গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।
কানাডার জনপ্রিয় টিভি অনুষ্ঠান "ইনফোম্যান"–এর একটি বিশেষ পর্বে অংশ নিয়ে মারওয়া এই রেকর্ড গড়েন। পুরো আয়োজনটি ছিল তাঁর রাজনীতিক জীবনকে উদ্যাপন করার অংশ। অনুষ্ঠানে আগেভাগেই বাঁধা টাইগুলো একটি একটি করে তাঁর গলায় পরিয়ে দেন উপস্থাপক জ্যঁ-রেনে ডুফোর। ৪৮ মিনিট সময় নিয়ে তিনি আগের রেকর্ডটি ভেঙে ফেলেন।
এর আগে, একসঙ্গে সবচেয়ে বেশি টাই গলায় পরার রেকর্ড ছিল ব্রাজিলের ডেভিড আপারেসিডো দোস সান্তোস আরাউজোর দখলে। মারওয়া তাঁর রেকর্ড ছাড়িয়ে আরও ৩০টি অতিরিক্ত টাই পরে নতুন রেকর্ড স্থাপন করেন।
গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি মারওয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন মন্ট্রিয়ল পুলিশের প্রধান ফাদি দাঘে এবং টাই গণনার দায়িত্বে ছিলেন হিসাবরক্ষক পিয়ের-ইভ ম্যাকসুইন।
রেকর্ড গড়ার পর মারওয়া বলেন, "এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি নারী-পুরুষ সমতার বার্তা দেওয়ার জন্য। নারীরাও সব করতে পারে, এমনকি একসঙ্গে ৩৬০টি টাই পরাও সম্ভব!"
প্রসঙ্গত, মারওয়া রিজকি ছিলেন কুইবেকের জাতীয় পরিষদের একজন সদস্য। চলতি বছর তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর লক্ষ্যে রাজনীতি থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন।
রেকর্ড গড়ার সেই মুহূর্তে মারওয়ার মুখ প্রায় পুরোপুরি টাইয়ের স্তূপে ঢাকা পড়ে যায়, কিন্তু কাপড়ের আড়াল থেকেও তাঁর উচ্ছ্বাস ও হাসি ছড়িয়ে পড়ে পুরো ঘরে। শেষে করতালির মধ্যে দিয়ে উদ্যাপন হয় অনন্য এই অর্জন।
১৩৫ বার পড়া হয়েছে