সর্বশেষ

আন্তর্জাতিক

গাজা সিটিতে আক্রমণ: নিহত ৬৩, জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা আরও তীব্র আকার ধারণ করেছে।

শনিবার ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রস্থলে অবস্থিত সাবরা এলাকায় প্রবেশ করে, যেখানে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনায় একদিনেই অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল-জাজিরা অ্যারাবিক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক সাবরা এলাকার দিকে অগ্রসর হচ্ছে, যা গাজার জেইতুন অঞ্চলের নিকটে অবস্থিত। গেল এক সপ্তাহ ধরেই এই অঞ্চলটিকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা।

দিনের শুরুতেই দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলের আসদা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর আশ্রয়শিবিরে গোলাবর্ষণ চালানো হয়। এতে নিহত হয় অন্তত ১৬ জন, যাদের মধ্যে ছয়জন শিশু।

অপরদিকে, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে আরও ২২ জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে ‘মোরাগ অ্যাক্সিস’ এবং নেতজারিম করিডরের কাছে আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে আরও আটজনের, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। এ নিয়ে চলমান সংঘাতের শুরু থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে, যার মধ্যে অন্তত ১১৪ জন শিশু।

জাতিসংঘ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় ‘দুর্ভিক্ষ’ ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যের জন্য একটি নজিরবিহীন ঘোষণা। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন “একটি মানবসৃষ্ট বিপর্যয়” হিসেবে।

বিশ্ব খাদ্য নিরীক্ষা সংস্থা (IPC) জানিয়েছে, বর্তমানে গাজায় প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ দুর্ভিক্ষে ভুগছেন। এই সংখ্যা সেপ্টেম্বরের শেষ নাগাদ বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের ঘোষণাকে ‘প্রশংসনীয় হলেও অনেক দেরিতে এসেছে’ বলে মন্তব্য করেছে। তাদের ভাষায়, অনাহার ও চিকিৎসা সংকট ইসরায়েলি আগ্রাসনের অংশ এবং একটি ‘প্রকৌশলগত গণহত্যা’র নির্দেশক।

গত ২৭ মে থেকে ইসরায়েল নিজস্ব সহায়তা বিতরণ পদ্ধতি চালু করলেও জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো একে ‘অবৈধ’ এবং ‘মানবিক নীতিবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বিতরণ ব্যবস্থার আওতায় সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২,০৭৬ জন এবং আহত হয়েছেন ১৫,৩০০-এর বেশি মানুষ।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৬২,৬০০ ছাড়িয়েছে, যা বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোকে গভীর উদ্বেগে ফেলেছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন