ঢাকায় প্রথমবারের মতো চালু হলো অ্যাপোলো ক্লিনিক

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতভিত্তিক হাসপাতাল নেটওয়ার্ক অ্যাপোলো গ্রুপ বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের প্রথম ক্লিনিক উদ্বোধন করেছে।
ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত এই ক্লিনিকটি পরিচালনা করবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির উদ্বোধন করা হয়। অ্যাপোলো ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশের মানুষ এখন বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা ঘরেই পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বলেন, “দেশের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই অ্যাপোলো ক্লিনিককে ঢাকায় আনা হয়েছে। এতে করে অনেক রোগীকে আর উন্নত চিকিৎসার জন্য বিদেশে ছুটতে হবে না।”
অনুষ্ঠানে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি জানান, বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে অ্যাপোলো গ্রুপের অধীনে ৭৫টি হাসপাতাল ও ৩৫০টি ক্লিনিক চালু রয়েছে। বাংলাদেশে এই ক্লিনিকটি তাদের প্রথম কার্যক্রম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, “দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মো. আব্দুর রাজ্জাকের মতো উদ্যোক্তারা এগিয়ে এলে বাংলাদেশ দ্রুত প্রতিকূলতা কাটিয়ে উঠবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সহ-সচিব জাকির হোসেন, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান এবং জেএমআই স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা তামজীদ আলম।
১৩৪ বার পড়া হয়েছে