সর্বশেষ

জাতীয়

পান্থপথে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে স্কয়ার হাসপাতালের পাশে, পশ্চিম রাজাবাজারমুখী সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আবুল হোসেন (৬৫) ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি গ্রামে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এএসআই) ফারুক জানান, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহতদের ও নিহত আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা গেছে, দেয়ালটি ভেঙে পড়ে সড়কের একটি বড় অংশ অবরুদ্ধ করে ফেলেছে। ফলে তাৎক্ষণিকভাবে পুলিশ ওই পথে যান চলাচল বন্ধ করে দেয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্মাণকাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, অবহেলাজনিত কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন