জাতীয়
দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।
১৩ বছর পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর

স্টাফ রিপোর্টার
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।
দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পরে ঢাকায় পৌঁছান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, দীর্ঘ সময় পর এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর