বান্দরবানে সূর্যমুখীর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে অনুষ্ঠিত হলো সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের উদ্যোগে আয়োজিত "সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা"-এর বাছাই পর্ব।
শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখার সৌন্দর্য চর্চায় উৎসাহ দেওয়া এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈসিং মার্মা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাহুল দাশ, মিজানুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ক্যশৈসিং মার্মা বলেন, “শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক। সূর্যমুখীর এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”
সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান জানান, “৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এ প্রতিযোগিতা পরিচালিত হয়েছে। আমাদের লক্ষ্য, শিশুদের প্রতিভা বিকাশের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রতিযোগিতার বাছাই পর্বে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে, বান্দরবানের শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ একটি মূল্যবান সংযোজন হিসেবে কাজ করছে।
১১১ বার পড়া হয়েছে