সর্বশেষ

সারাদেশ

রোয়াংছড়িতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

মো: আরিফ, বান্দরবান 
মো: আরিফ, বান্দরবান 

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য চনুমং মারমা। সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য মাওসেতুং তংঞ্চঙ্গ্যা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চনুমং মারমা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হচ্ছে। আগামী আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মাওসেতুং তংঞ্চঙ্গ্যা বলেন, “রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নেই পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রোয়াংছি উপজেলা বিএনপি জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

দিনব্যাপী চলা এ কর্মসূচিতে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন