সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পানিবন্দী দুই হাজার পরিবারের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

মো: আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মো: আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর মহানগর যুবদল।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অন্তত ২,০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। অসহায় বানভাসি মানুষদের কাছে এসব সহায়তা পৌঁছে দিতে যুবদলের পাশাপাশি ছাত্রদল, কৃষক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে শরীফ উদ্দিন জুয়েল বলেন, “বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকতে চায়। এটা শুধু ত্রাণ সহায়তা নয়, এটি মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত রাজনীতি।”

 

তিনি আরও বলেন, “পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দলে দলের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কষ্ট লাঘবে কাজ করছি।”

ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান সরকার মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান নান্নু।

ত্রাণ পেয়ে অসহায় পরিবারগুলো বিএনপি ও যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন