সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় ফ্রিজ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।
গুরুতর অবস্থায় তাঁদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হীরাঝিল এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন দিনমজুর হাসান ও তানজিল ইসলাম নামে দুই ব্যক্তি, পরিবার নিয়ে। ওই রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দুটি পরিবারের ৯ জন দগ্ধ হন।
দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তাঁর স্ত্রী আসমা বেগম (৩৫), সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), অপর দিনমজুর হাসান (৩৫), তাঁর স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাঁদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) ও মুনতাহা (১১)। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পাঠান।
খবর পেয়ে কাচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরিত হয়।’ তিনি আরও জানান, আগুনে দুটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
১১৯ বার পড়া হয়েছে