সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ‘গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিশেষ সাহিত্য আসর

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে এক সাহিত্য ও আলোচনা অনুষ্ঠান।

শুক্রবার বিকেলে শহরের সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর মুক্ত মঞ্চে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিভিন্ন সাহিত্যপ্রেমী ও লেখকরা অংশগ্রহণ করে নিজেদের কবিতা ও ছড়া পাঠ করেন এবং ঐতিহাসিক গণঅভ্যুত্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আয়োজনে সভাপতিত্ব করেন কবি রহমান আজিজ। তিনি এই অনুষ্ঠানের সাফল্যে বিশেষ ভূমিকা রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাহমুদ শরীফ। অনুষ্ঠানে মোট ২০জন লেখক তাদের হৃদয়ঙ্গম কবিতা ও ছড়া পাঠ করেন। 

পাঠকরা তাদের লেখা পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠানস্থলে উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনা ও মতামত প্রদান করেন। কবি লিটন আব্বাস লেখকদের লেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি লেখকদের সাহিত্যের গভীরতা ও প্রাঞ্জলতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু। তিনি এই সাহিত্য আসরকে সফল করে তোলায় তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এ ধরনের সাহিত্য আসর কুমারখালীতে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছেন। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় লেখকদের সাহিত্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো ছাড়াও গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। ভবিষ্যতেও এই ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন