কাথুলী সীমান্তে অনুপ্রবেশ, বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফের হাতে আটক হওয়া ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সীমান্ত পিলার ১৩৩/৩-এস পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ইকবালকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ইকবাল হোসেন কাথুলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা ও মো. জারাবাত হোসেনের ছেলে।
বিষয়টি শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবি। বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ১৩২/১৫-আর এলাকার ভৈরব নদী সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রায় ১০০ গজ প্রবেশ করেন ইকবাল। এরপর কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় তাকে আটক করে ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা।
আটকের খবর পেয়ে বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার দ্রুত বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হন, পরে তার ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষের সম্মতিতে রাতেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই ইকবাল হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পরে তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনি প্রক্রিয়া শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “বিজিবির মাধ্যমে আটক ইকবাল হোসেনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হবে।”
১৪০ বার পড়া হয়েছে