সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা দুর্ঘটনা, নারী শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা-বরমী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে শ্রমিকবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন শ্রমিক।

নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত না হলেও, তারা সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।


স্থানীয় সূত্র জানায়, ভোরে বরমী বাজার থেকে মোশারফ কারখানাগামী একটি শ্রমিকবাহী লেগুনা আনসার টেপিরবাড়ী বাজার অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সামনের সিটে থাকা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১২ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


দুর্ঘটনার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন,
“ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লেগুনাটি সরিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠাই।”

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, “দুর্ঘটনায় নিহত নারী শ্রমিক এবং আহতরা সবাই মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার কর্মী ছিলেন।”

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রতিদিন ভোরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এভাবেই অপ্রশিক্ষিত চালকদের চালানো লেগুনা, ট্রাক বা পিকআপে করে কাজে যান। নিরাপত্তাব্যবস্থার অভাব এবং যানবাহনের বেহাল অবস্থা ঘিরে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। আজকের এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিলো শ্রমিক পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মালিকপক্ষ ও প্রশাসনের দায়িত্ব নিয়ে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন