২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু, দক্ষিণ আফ্রিকায় হবে ৪৪টি ম্যাচ

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসছে আরও একটি জাঁকজমকপূর্ণ ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ১৪তম ওয়ানডে বিশ্বকাপ, যার আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।
এরই মধ্যে বিশাল এই আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক দেশগুলো।
টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি—৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাকি ১০টি ম্যাচ ভাগ করে নেবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার আটটি শহর: জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল।
২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকা মহাদেশে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তখন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে আয়োজন করেছিল টুর্নামেন্টটি। দীর্ঘ ২৪ বছর পর ফের পুরুষদের বিশ্বকাপ আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারা।
আয়োজক কমিটি গঠন, নেতৃত্বে সাবেক অর্থমন্ত্রী
বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।
সিএসএ চেয়ারম্যান পার্ল মাফোশে জানিয়েছেন, “আমাদের লক্ষ্য একটি অনুপ্রেরণাদায়ী, বৈচ্বিক মানের বিশ্বকাপ আয়োজন করা, যা দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং ঐক্যের প্রতিচ্ছবি হবে।”
এর আগে দক্ষিণ আফ্রিকা ২০০৫ সালে নারী ওয়ানডে এবং ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে।
আসছে বিশাল আয়োজনের রূপ রেখা
বিশ্ব ক্রিকেটের মর্যাদাসম্পন্ন এই টুর্নামেন্টকে ঘিরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এরই মধ্যে নানা পরিকল্পনা শুরু করেছে। ভেন্যু সংস্কার, ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থা, দর্শকসেবাসহ সবকিছু নিয়ে বিস্তৃত রোডম্যাপ তৈরিতে কাজ করছে আয়োজক কর্তৃপক্ষ।
২০২৭ সালের এই আসর হবে ১৪ দলের অংশগ্রহণে, যেখানে প্রতিটি দল লড়বে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনালের পথে।
১১৬ বার পড়া হয়েছে