গাজা শহর দখলের পরিকল্পনায় অটল নেতানিয়াহু

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের চূড়ান্ত পরিকল্পনায় অটল রয়েছেন বলে জানিয়েছেন।
তবে এ হামলার মাঝেই তিনি হামাসের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য হলো অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান।
বৃহস্পতিবার গাজার নিকটবর্তী এলাকায় সেনাদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, “আমি এখনো গাজা সিটি দখলের পক্ষে আছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী, এই অভিযানে গাজা থেকে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া এবং অব্যাহতভাবে ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করা অন্তর্ভুক্ত রয়েছে।”
তিনি আরও বলেন, “একইসঙ্গে আমি নির্দেশ দিয়েছি, যুদ্ধ শেষ করতে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।”
নেতানিয়াহু জানিয়েছেন, গাজা সিটিতে সম্ভাব্য নতুন অভিযান শুরুর সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকলে, কয়েক দিনের মধ্যেই অভিযান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজায় হামলা জোরদার, হাজারো মানুষ বাস্তুচ্যুত
ইতোমধ্যে গাজা শহরের আশপাশে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ১০ দিনে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন বাড়ায় শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। বাড়ছে মানবিক বিপর্যয়।
হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব
এদিকে, হামাস জানিয়েছে, কাতার ও মিসরের মধ্যস্থতায় তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। হামাস বলছে, ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করলে গাজায় সম্ভাব্য বড় ধরনের হামলা এড়ানো সম্ভব হতে পারে।
সেনা বাড়ানোর উদ্যোগ
ইসরায়েলি সেনাবাহিনী আরও ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করছে। একইসঙ্গে অতিরিক্ত ২০ হাজার সেনার নিয়োগ মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াও চলছে।
১২৪ বার পড়া হয়েছে