সর্বশেষ

জাতীয়

বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আসন্ন বাংলাদেশ সফর হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।

চলতি মাসের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পুরো এশিয়া সফরসূচিই বাতিল করেছে রোম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনির আগামী ৩০ আগস্ট ঢাকা পৌঁছানোর কথা ছিল। তার এই সফরের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ছিল। দুই দিনের এই সফর শেষে তিনি জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামসহ পাঁচটি দেশে যাওয়ার কথা ছিল। তবে এখন সেই সফরসূচি পুরোপুরি স্থগিত করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ইতালির দূতাবাস বৃহস্পতিবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। মেলোনির সফর বাতিলের কারণ হিসেবে ইউরোপের ভূরাজনৈতিক অস্থিরতা ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে সামনে এনে বলা হয়েছে, ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাস করায় সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কূটনৈতিক মহল প্রধানমন্ত্রী মেলোনির এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছিল। কারণ, এটি হতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম সফর। অভিবাসন, শ্রমবাজারে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এই সফরের মূল এজেন্ডা ছিল বলে জানায় কূটনৈতিক সূত্রগুলো।

তবে সফর স্থগিত হলেও নতুন তারিখ নির্ধারণ বা ভবিষ্যতে সফরটি পুনরায় আয়োজনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন