টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল, বিপক্ষে মেলবোর্ন স্টারস

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
টপ-এন্ড টি-টোয়েন্টি সিরিজে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই বাংলাদেশ ‘এ’ দলের সামনে।
তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের শুরুতেই টস ভাগ্যে পিছিয়ে পড়েছে সফরকারীরা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেলবোর্ন স্টারসের অধিনায়ক স্যাম হারপের, ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ ‘এ’ দল।
সিরিজে এখন পর্যন্ত সমান চারটি করে ম্যাচ খেলেছে দুই দলই। দুটি করে জয় থাকলেও নেট রান রেটের কারণে মেলবোর্ন স্টারস রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে, আর বাংলাদেশ ‘এ’ দল অবস্থান করছে আটে। তাই সেরা চারে জায়গা করে নিতে আজকের ম্যাচটি কার্যত 'ডু অর ডাই' হয়ে উঠেছে বাংলাদেশ দলের জন্য।
এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ ‘এ’। তরুণ পেসার মুশফিক হাসান আজকের ম্যাচে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দলে। তিনি রিপন মন্ডলের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশ ‘এ’ দলের একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, তোফায়েল আহমেদ, মুশফিক হাসান, নাঈম হাসান, রকিবুল হাসান, হাসান মাহমুদ।
১২০ বার পড়া হয়েছে