জাতীয়
রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর এই অধ্যাদেশের খসড়াকে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে।
নতুন এই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে রাজস্বনীতি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নীতি-সংগত সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়নের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
১৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর