কোচিংয়ের আইডি কার্ড নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি : পুলিশ

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, সংঘর্ষের সূত্রপাত তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড সংক্রান্ত বিরোধ থেকে। সে সময় হাতাহাতি ও চরথাপ্পরের ঘটনা ঘটে। এরপরও পরিস্থিতি উত্তপ্ত ছিল, যদিও পরে তা সাময়িকভাবে মীমাংসা হয়।
তিনি আরও জানান, আজকের সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে নিজ নিজ কলেজ এলাকায় সরিয়ে দেয়। বর্তমানে নিউমার্কেট এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
ডিসি মাসুদ বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এবার আমরা বিষয়টির মূল কারণ খুঁজে বের করতে চাই। দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খোঁজা হবে।”
ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি। আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, দুপুর দুইটার দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। তিনি বলেন, “ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। বিস্তারিত পরে জানানো হবে।”
১১০ বার পড়া হয়েছে