মাটিরাঙ্গায় সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহীর নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে ভারত থেকে চোরাপথে আনা বিভিন্ন ধরনের চকলেট, ওষুধ এবং পারফিউমসহ বেশ কিছু পণ্যসামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম অভিযানটির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে মাটিরাঙ্গা জোন সর্বদা সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
১৫৫ বার পড়া হয়েছে