মহেশপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৫ জন আহত

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তুষার সিরামিকস কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন পরিবহনের একটি বাস ঢাকা থেকে দর্শনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে পৌঁছালে কারখানা থেকে বের হওয়া একটি ড্রাম ট্রাক সড়কে উঠে পড়ে। এসময় বাসটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী ও ট্রাকচালক-হেলপারসহ ১৫ জন আহত হন।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ট্রাকচালক ও তার সহকারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
১৮৫ বার পড়া হয়েছে